ঝিনাইদহ প্রতিনিধি, ৯ সেপ্টেম্বর: সোমবার সকালে দুই বাংলাদেশীকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুলুলী সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
বিজিবির জুলুলী ক্যাম্পের নায়েক সুবেদার হাফিজুর রহমান জানান, অধবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় শিশির মজুমদার(২৬) ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের আশেক মজুমদারের ছেলে ও নাজমুল হক(২৩) একই গ্রামের ইলিয়াস হোসেনের ছেলেকে আটক করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ভারতীয় ইনকামট্যাক্সের কাগজপত্র, ভারতীয় মোবাইল সিমকার্ড ও বেশ কিছু ভারতীয় রুপি উদ্ধার করা হয়, ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।






