বুয়েট শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন ,পরীক্ষার্থী শূন্য হল

Image

ক্যাম্পাসে ছাত্রলীগ ও বহিরাগতদের প্রবেশের প্রতিবাদে শনিবার ও রবিবার সব বিভাগের টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এদিন সকাল ৭টায় তারা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

আরো পড়ুন: ক্যাম্পাসে ৬ ঘণ্টা অবস্থানের পর নতুন কর্মসূচি ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের

জানা যায়, শনিবার সকালে ২২ ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষা থাকলেও শিক্ষার্থীরা পরীক্ষার হলে যাননি। শিক্ষার্থীরা জানান, টার্ম ফাইনাল পরীক্ষায় উপস্থিতি ছিল শূন্য শতাংশ। এটাই বুয়েট শিক্ষার্থীদের একতা এবং অনুপ্রেরণা।

এদিকে, দুপুরে সামগ্রিক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। এসময় শনিবার ও রবিবারের পরীক্ষা বর্জনের বিষয়ে তিনি বলেন, আমরা পরীক্ষা স্থগিত করিনি, তারা (শিক্ষার্থী) বর্জন করেছে৷ তারা পরীক্ষা স্থগিতের আবেদনও করেনি৷ তারা আবেদন করলে আমরা বিবেচনা করতাম৷

তিনি আরও বলেন, তারা এখানে ভুল করেছে৷ পরীক্ষা হয়েছে, কিন্তু তারা পরীক্ষায় অনুপস্থিত ছিল৷ পরে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য আবেদন করলে একাডেমিক কাউন্সিল ত বিবেচনা করতে পারে বলে জানান তিনি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।