যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ৫ ক্যাটাগরির পদে ১০ম থেকে ২০তম গ্রেডে সাতজনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৭ এপ্রিল ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।

১. পদের নাম: সেকশন অফিসার
পদসংখ্যা: ১ (রেজিস্ট্রার দপ্তর)
যোগ্যতা: চার বছরের সম্মানসহ স্নাতক ডিগ্রি/তিন বছরের সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি/পাস কোর্সে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে দুটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। (এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পর্যায়ে ৫.০ পয়েন্টভিত্তিক গ্রেড সিস্টেমে জিপিএ ৪.০ এবং স্নাতক ও স্নাতকোত্তর/সমমান পর্যায়ে ৪.০ পয়েন্টভিত্তিক গ্রেড সিস্টেমে সিজিপিএ ৩.০০ থাকতে হবে)। তবে শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/ক্লাস গ্রহণযোগ্য নয়। কম্পিউটার পরিচালনায় অবশ্যই পারদর্শী হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)

২. পদের নাম: ক্যালিগ্রাফার
পদসংখ্যা: ১ (পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে এবং সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/ বিশ্ববিদ্যালয়ে সহকারী ক্যালিগ্রাফার পদে অন্যূন দুই বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: নিরাপত্তা সুপারভাইজার
পদসংখ্যা: ১ (রেজিস্ট্রার দপ্তর)
যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/ সমমানের ডিগ্রিসহ আনসার/ ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/ সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অথবা এইচএসসি/ সমমান পাসসহ সশস্ত্র বাহিনীতে পাঁচ বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/ সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৪. পদের নাম: লিফট অপারেটর
পদসংখ্যা: ২ (প্রকৌশল দপ্তর)
যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/মেকানিক্যাল ফিল্ডে এসএসসি (ভোকেশনাল) পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসহ লিফট অপারেশন, রক্ষণাবেক্ষণ, ত্রুটি নির্ণয় ও মেরামত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা ন্যূনতম এসএসসি (বিজ্ঞান) পাস হতে হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/ মেকানিক্যাল ফিল্ডে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসহ লিফট অপারেশন, রক্ষণাবেক্ষণ, ত্রুটি নির্ণয় ও মেরামত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স/শিক্ষাগত যোগ্যতা (যেকোনো একটি) শিথিলযোগ্য।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২ (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ১টি এবং ফলিত পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগে ১টি)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আরও পড়ুন: সমাজসেবা অধিদপ্তরে চাকরির সুযোগ , এসএসসি পাসেও আবেদনের সুযোগ

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে ইন্টারনেট ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

অনলাইনে আবেদন ও ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলি এই লিংকে পাওয়া যাবে। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি
অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৯০০ টাকা এবং ২ থেকে ৫ নম্বর পদের জন্য ৫০০ টাকা ইন্টারনেট ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।