এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ

Image

নতুন এমপিও কোড পেয়েছে আরো ১৪টি স্কুল ও কলেজ। নতুন এমপিওভুক্তি ও এমপিওর স্তর পরিবর্তনের জন্য নির্বাচিত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ এমপিও কোড দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার এমপিওর এ কোড প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো এ কোড ব্যবহার করে যোগ্য শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন করতে পারবেন।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে আপিল করে ১৪টি স্কুল-কলেজ নতুন এমপিওভুক্ত ও এমপিওর স্তর পরিবর্তনের জন্য নির্বাচিত হয়েছিলো।

অধিদপ্তরের জারি করা এক আদেশে বলা হয়েছে, ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে এমপিও স্তর পরিবর্তন হওয়া প্রতিষ্ঠানগুলো ইএমআইএস সিস্টেমে এমপিওর স্তর পরিবর্তন এবং নতুন এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোকে নতুন এমপিও কোড দিয়ে ইএমআইএস সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১, শিক্ষা মন্ত্রণালয়ের ২০২২ খ্রিষ্টাব্দের ৩০ অক্টোবরের পরিপত্র, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২০২২ খ্রিষ্টাব্দের ১ ডিসেম্বরের চিঠির নির্দেশনা অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট কর্মকতারা যাচাই-বাছাইসহ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।