PowerPoint(কন্টেন্ট) এ Voice add করা

PowerPoint(কন্টেন্ট) এ Voice add করার কয়েকটি পদ্ধতি আলোচনা করব।
দেখে নিই কিভাবে Voice Record এবং add করতে হয়।
1. যে স্লাইডে Voice add করতে চান সেটি Open করতে হবে।
2. এবার Click – Insert – Audio – Record Audio
3. Sound Recorder প্রোগ্রামটি Open হবে।
4. এবার লেখার যতটুকু অংশের জন্য Voice add করতে চান লাল রঙের Record বাটনে Click করে ততটুকু Voice Record করুন।
5. শেষ হলে Ok বাটনে Click করলে স্লাইডের উপর একটি Voice আইকোন তৈরি হবে।
6. এবার Click – Animations – Animation Pan
7. ডান পার্শ্বে Animation Pan চালু হবে।
8. Voice এর Animation টির উপর রাইট বাটন ক্লিক করে Timing ক্লিক করি।
9. ফলে Play Audio ডায়লগ বক্সটি চালু হবে।
10. এখানে Timing ট্যাবে Triggers কমান্ড গ্রুপের অধীন Animate as part of click sequence এর রেডিও বাটনটি সিলেক্ট করে OK ক্লিক করি।
11. এবার যে লেখার সাথে Voice টি চালু করতে চান Animation Pan এ লেখাটির Animation এর পরে Voice এর Animation টি রেখে দিন।
12. পুনরায় Voice এর Animation টির উপর রাইট বাটন ক্লিক করে Start With Previous অথবা Start After Previous যে রকম ভাবে চান সেটি সিলেক্ট করুন।
13. প্রয়োজনে একবার Slide Show বাটনে ক্লিক করে পরীক্ষা করে দেখুন।
14. সঠিক হলে Save করুন।
15. বাকি গুলির ক্ষেত্রে একই পদ্ধতি পরপর অনুসরণ করুন।
16. Voice আইকোন গুলি চাইলে অদৃশ্য করে দিন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।