পাওয়ার পয়েন্ট টুকিটাকি-২

PowerPoint Presentation (কন্টেন্ট) কে Video File-এ রুপান্তর।
আজ আলোচনা করব কিভাবে PowerPoint Presentation কে Video File-এ রুপান্তর করা যায়। তাও আবার কোন রকম সফট্‌ওয়্যার ছাড়াই। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই, সত্যি বলছি। এজন্য প্রয়োজন একটি আধুনিক ভার্সনের PowerPoint প্রোগ্রাম। যেমন Microsoft PowerPoint-2010/2013 ইত্যাদি।



আসুন দেখে নিই কিভাবে কাজটি করব।
1. প্রথমে আপনার কন্টেন্টটি যথাযথভাবে তৈরি করে এ্যানিমেশন সম্পন্ন করে প্রয়োজনে Voice Add করে Save করুন।
2. এবার Click – File – Save & send – Create a Video
3. Create a Video অপশনটি চালু হবে।
4. কন্টেন্টের বিষয়বস্তু কত সময় পর পর পরিবর্তন হবে সেটি নির্দিষ্ট করতে Seconds to spend on each slide: লেখাটির পার্শ্বে মান কম বেশি করে দিন।
5. এবার Create Video বাটনটিতে Click করুন।
6. আপনার সামনে Save As ডায়লগ বক্স Open হবে।
7. Video File টি যে নামে Save করতে চান নিচের File Name ঘরে সেই নামটি লিখে Save ক্লিক করুন।
8. এবার PowerPoint উইন্ডোর নিচের দিকে Creating Video ফাইলের নাম (যে নামে ফাইলটি সেভ করেছেন).wmv লেখাটির পার্শ্বে Progress দেখাবে।
9. Video Creating Progress টি দেখানো শেষ হলেই আপনার Video File টি তৈরি হয়ে গেল।
10. এবার ফাইলটি যে স্থানে Save করেছেন সেখানে গিয়ে Click করে দেখে নিন আপনি কি তৈরি করলেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।