নকলে বাধা, শিক্ষককে ৫ বছর পর পেটালেন ছাত্র

Image

অনলাইন ডেস্ক,২৮ মে ২০২২ঃ স্কুলের টেস্ট পরীক্ষায় নকলে বাধা দেয়ায় পাঁচ বছর পর শিক্ষককে দলবল নিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে সাবেক এক ছাত্রের বিরুদ্ধে।

লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর আসাদ একাডেমির গেটে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক হেলাল উদ্দিন দুপুরে মোটরসাইকেল চালিয়ে স্কুলে ঢুকছিলেন। এ সময় ছয়-সাত জনকে সঙ্গে নিয়ে সাবেক ছাত্র মুরাদ হোসেন তার ওপর ঝাঁপিয়ে পড়েন। লাঠিসোঁটা নিয়ে ওত পেতে থাকা মুরাদরা বেধড়ক পেটান তাকে।

শিক্ষককে পেটানোর সময় মুরাদ বলতে থাকেন, ‘২০১৭ সালে তোর কারণে টেস্ট পরীক্ষায় অংশ নিতে পারিনি। তোর কারণে বিদ্যালয়ে থাকার সময় পরীক্ষায় নকল করতে পারিনি। আজ তোকে পাইছি।’ এসব বলে মুরাদ কিল-ঘুষি-লাথি মারতে থাকেন শিক্ষককে।

এ সময় শিক্ষকের মোটরসাইকেলটি ভাঙচুর করেন তারা।

একপর্যায়ে স্কুলের অন্য শিক্ষক ও স্থানীয়রা হেলাল উদ্দিনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

হেলাল উদ্দিনের বাড়ি জেলা সদরের মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকায়। আর হামলায় অভিযুক্ত ছাত্র মুরাদ টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

হাসপাতালে ভর্তি হেলাল উদ্দিন বলেন, ‘২০১৭ সালে টেস্ট পরীক্ষায় ফেল করার কারণে মুরাদ ফাইনালে অংশ নিতে পারেনি। ওই সময়ের অধ্যক্ষ তাকে সুযোগ দেননি। আমি কোনো অন্যায় করিনি। তারপরও মুরাদের নেতৃত্ব ছয়-সাত জন সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়। তারা আমার মোটরসাইকেলও ভাঙচুর করেছে।’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।