ধানক্ষেতে অজগর!

Image

ডেস্ক,২৮ মে ২০২২ঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে হাতিবান্ধার নওদাবাস ইউনিয়নের মঠেড় গোর এলাকায় একটি ধানক্ষেতে সবার আগে সাপটিকে দেখতে পান এক কৃষক। নিজের জমিতে ধান কাটতে গিয়েই ৮ ফুট দীর্ঘ ওই অজগরটির মুখোমুখি হন তিনি।

এ বিষয়ে কৃষক হাবীবুর রহমান বলেন, ‘দুপুরে জমিতে ধান কাটতে যাই। এ সময় ওই ক্ষেতের মধ্যে ওই অজগর সাপটিকে দেখতে পাই। পরে আশপাশের কয়েকজন মিলে আমরা সাপটিকে আটক করি।’

অজগর সাপ আটকের খবর শুনেই ঘটনাস্থলে ছুটে যান হাতীবান্ধা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোতাহারুল ইসলাম। তিনি বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। পরে এটিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। বন বিভাগকে খবর দেয়া হয়েছে। তারা এসে সাপটিকে নিয়ে শালবনে বনে ছেড়ে দেবেন।’

সাপটিকে উদ্ধারে তৎপরতা দেখিয়েছে হাতীবান্ধা থানা পুলিশও। এই থানার ওসি এরশাদুল আলম বলেন, ‘অজগর সাপ আটকের খবরটি শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।’

ওসিও জানান, বন বিভাগের মাধ্যমে অজগরটিকে স্থানীয় শালবনে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, হাতীবান্ধা থানার নওদাবাস ইউনিয়নে শত বছরের পুরনো একটি শালবন রয়েছে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই বনটির আয়তন প্রায় ৮২ একর বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, ওই শালবন থেকেই খাবারের সন্ধানে অজগরটি স্থানীয় কৃষকের ধানক্ষেতে চলে এসেছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।