প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু !

Image

নিজস্ব প্রতিবেদক,২৯ মে ২০২২ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম আগামী জুন মাসে শুরু করা হতে পারে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত তারিখ জানানো হবে।

শনিবার (২৮ মে )প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে আলোচনাকালে এসব কথা জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

আরো পড়ুনঃ যেভাবে অনলাইনে বদলি কার্যক্রম

প্রাথমিক ডিজি বলেন, এই মুহূর্তে আমাদের ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে। ফলে এখন বদলি শুরু করা হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সেজন্য নিয়োগ কার্যক্রম শেষে বদলি কার্যক্রম শুরু করা হবে। আশা করছি আগামী জুন মাসে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে পারবো।

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাহী সম্পাদক স্বরুপ দাস বলেন, যেহেতু বদলি সফটওয়ার প্রস্তুত হয়ে আছে এবং ই-প্রাইমারী আপডেট হচ্ছে। তাই এখনই বদলি শুরু করা দরকার। আবার যারা দীর্ঘদিন বদলীর অপেক্ষায় বসে আছে বদলীর চালু হওয়ার পূর্বে নিয়োগে পদায়ন হয়ে গেলে ঐসব বিদ্যালয়ে শিক্ষক বদলি হতে পারবে না। বিধায় শিক্ষকদের কাঙ্খিত বদলি চালু হলেও শিক্ষকরা তেমন সুবিধা পাবে না।তাই তিনি দাবি করেন,নিয়োগে পদায়ন হওয়ার পূর্বে বদলি চালু করা হউক।

তথ্যমতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম প্রায় দুই বছর ধরে স্থগিত রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অনলাইনে বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়। সেজন্য গাজীপুরের একটি উপজেলায় পাইলটিং করারও সিদ্ধান্ত হয়। পরবর্তীতে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে পর্যায়ক্রমে সব জেলা-উপজেলায় এই কার্যক্রম চালুর কথা থাকলেও সেটি এখনো আলোর মুখ দেখেনি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।