সিজিপিএ ২.৫ থাকলেই জাবিতে এমবিএ করার সুযোগ

Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিজনেস স্টাডিজ বিভাগে ফল–২০২৩ সেশনে এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ১২ ডিসেম্বর।

* ফিন্যান্স ও ব্যাংকিং
* মার্কেটিং
* অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস
* হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট

যোগ্যতা
৪ বছরের ব্যাচেলর ডিগ্রি। অথবা ৩ বছরের অনার্স ডিগ্রি, সাথে এক বছরের মাস্টার্স ডিগ্রি যেকোনো বিভাগ থেকে। ন্যূনতম সিজিপিএ–২.৫০ (৪–এর মধ্যে) বা ব্যাচেলর ডিগ্রির সমমানের ২য় শ্রেণি।

যা লাগবে
আবেদন ফি দুই হাজার টাকা।

কোর্সের সম্পূর্ণ খরচ: ১ লক্ষ ৯৪ হাজার ১৩৩ টাকা

অনলাইনে fbsju.edu.bd/admission আবেদন করতে হবে।

প্রধান বিষয়: ফিন্যান্স ও ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।

ক্লাস: শুক্র ও শনিবার।

প্রোগ্রাম: ১৬ মাস থেকে ৪ বছর; ৪৮ ক্রেডিট ঘণ্টা।

আরও পড়ুন: সিজিপিএ ২.৫ থাকলেই ঢাবিতে মাস্টার্সের সুযোগ

ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরণ
* মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
* বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৮০ নম্বরের। গণিত ৩০, বিশ্লেষণমূলক দক্ষতা ১০, ইংরেজি ৩০, সাধারণ জ্ঞান ১০ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ হারে নেগেটিভ মার্কিং হবে।
* লিখিত ১০ নম্বর।
* ভাইভা ১০ নম্বর।

আবেদন শেষ: ১২ ডিসেম্বর ২০২৩

লিখিত পরীক্ষা: ১৫ ডিসেম্বর ২০২৩। সময়: সকাল ৯.০০ থেকে ১০.১০ টা

মৌখিক পরীক্ষা: ১৫ ডিসেম্বর ২০২৩। সময়: সকাল ১০.৩০ থেকে ১১.৩০টা

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন এই ওয়েবসাইটে

যোগাযোগ
ইএমবিএ অফিস, ব্যবসায় প্রশাসন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা

ই-মেইল: [email protected]

ফোন: ০১৮৪১৫১৪১৫১, ০১৮৪১৫১৬১৩৯

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

prothomalo bangla 2023 12 34e55647 fc69 4e62 971e 353a080ded70 1 1

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।