এবারে নোয়াখালীতে হিটস্ট্রোকে স্কুলছাত্রের মৃত্যু

Image

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হিটস্ট্রোকে মো. কামরুল হাসান ফাহিম (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত মো. কামরুল হাসান ফাহিম (৭) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জাকার মাস্টারের বাড়ির ওমর ফারুকের ছেলে। সে স্থানীয় মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন দুপুর সোয়া ১টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

আরো পড়ুন: হিট অ্যালার্টের মেয়াদ বাড়ল আরো ৭২ ঘণ্টা

মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেকান্তর আলম জানান, ফাহিম সকালে বিদ্যালয়ে আসে। আমাদের বিদ্যালয়ে রোববার উপজেলা নির্বাচন সংক্রান্ত ট্রেনিং থাকায় স্কুলে কোনো ক্লাস হয়নি। পরে সে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে বাড়ির অন্য শিশুদের সঙ্গে রোদের মধ্যে বাইরে খেলাধুলা করার সময় সে অচেতন হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

চরজব্বর থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।