সহযোগী অধ্যাপকদের উপাধ্যক্ষ পদায়ন বাতিল

মাধ্যমিক-শিক্ষা

শিক্ষাবার্তা প্রতিবেদক, ০২ জানুয়ারি, ২০২৩:

দেশের দুটি সরকারি কলেজে অধ্যক্ষ পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপকদের পদায়নের একদিন পর তা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের পদায়নের রেওয়াজ থাকলেও সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ ও লক্ষ্মীপুর সরকারি কলেজে তাদের পদায়ন দেয়া হয়েছিলো।

গত বৃহস্পতিবার সে প্রজ্ঞাপনটি বাতিল করে পাল্টা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

আরো পড়ুন:ছয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত

জানা গেছে, গত ২৭ ডিসেম্বর শাহজাদপুর সরকারি কলেজের উপধ্যক্ষ হিসেবে একই কলেজের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম ও লক্ষ্মীপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে ওই কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুবে এলাহিকে পদায়ন দেয়া হয়েছিল।

কিন্তু এর একদিন পর ২৯ ডিসেম্বর সরকারি কলেজ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় তাদের পদয়নের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কেউ কেউ বলছেন, অধ্যাপকের পদে সহযোগী অধ্যাপক পদায়ন বাতিল করা হয়েছে। এমন নজির আরও আছে। কিন্তু সেসব বাতিল হয়নি। সে আদেশও বাতিল হওয়া উচিত।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।