রাবিতে ভর্তি কার্যক্রম শেষ, নতুন সেশনের ক্লাস শুরু ১ ডিসেম্বর

Image

রাবি প্রতিনিধি,৬ নভেম্বর ২০২১:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন সেশনের ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান শিক্ষাবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্বঘোষিত তারিখ তথা ১ ডিসেম্বর থেকে ২০২০-২১ সেশনে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। এখন পর্যন্ত এ তারিখের কোন পরিবর্তন হয়নি। ইতিমধ্যে ভর্তি কার্যক্রমও শেষ হয়েছে।

আরো পড়ুনঃ শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ৫ দফা দাবী জানাল বাংলাদেশ শিক্ষক সমিতি

এর আগে, চলমান শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল ক্রমান্বয়ে গত ১০ অক্টোবর থেকে প্রকাশিত হয়। পরে ২৫ অক্টোবর থেকে ভর্তি শুরু হয়ে শেষ হয় ২৯ নভেম্বর।

বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় এ বছর ‘এ’, ‘বি’ ও ‘সি’ তথা তিনটি ইউনিটে সম্পন্ন হয়েছে। বিশেষ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৬৪৭ জন ভর্তিচ্ছু চূড়ান্তভাবে আবেদন করে।

আপনি কি পুত্র/কন্যা সন্তান চান তাহলে জেনে নিন কি করবেন?

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।