শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ৫ দফা দাবী জানাল বাংলাদেশ শিক্ষক সমিতি

Image

ডেস্ক,৫ নভেম্বর ২০২১ :
শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ৫ দফা দাবী জানাল বাংলাদেশ শিক্ষক সমিতি। শুক্রবার সমিতির কেন্দ্রীয় পরিষদের সভা থেকে এ দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। সভাটি সমিতির সভাপতি অধ্যক্ষ এম.এ. আউয়াল সিদ্দিকীর সভাপতিত্বে পল্লবী নাহার একাডেমী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুনঃ তৃতীয় গণবিজ্ঞপ্তি: ভেরিফিকেশন ছাড়াই যোগদান

উক্ত সভায় সমিতির শিক্ষক নেতারা বলেন, আমরা বেসরকারি শিক্ষকরা দেশের ৯৫ ভাগ শিক্ষার্থীর শিক্ষাদান করে থাকি, অথচ আমাদের ন্যায্য দাবি চাকরি জাতীয়করণ থেকে আমরা বঞ্চিত। তাই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে সকল বৈষম্য দূর করতে হবে। এছাড়া শিক্ষক নেতারা আরও দাবি জানিয়েছেন।

দাবিগুলো হল-

১. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সুবিধা প্রদানের পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন চালুকরণ।

২. পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও মেডিকেল ভাতা প্রদান।

৩. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেলের অনুরূপ বেতন স্কেল নির্ধারণ।

৪. উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের পদন্নোতির ক্ষেত্রে অনুপাত প্রথা বাতিল করণ।

৫. এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রভাষকদের পদন্নোতির ক্ষেত্রে ‘জ্যেষ্ঠ প্রভাষক’ নামকরণের পরিবর্তে পূর্বের ‘সহকারী অধ্যাপক’ পদ বহাল রাখার দাবিও জনানো হয় সভায়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জামান, সহ-সভাপতি অধ্যক্ষ সমরেন্দ্রনাথ রায় সমর, অধ্যক্ষ মোঃ আবু তাহের, অধ্যাপক মোঃ ফজলুল হক খান, মোঃ আব্দুল মজিদ, মোঃ শামসুল হুদা প্রামানিক, হাসিনা পারভীন, মোঃ শাহাদুল হক, মোঃ হাফিজুর রহমান তালুকদার, জেব-উন-নিসা, সাহিদা বেগম, ব্রজেন্দ্র নাথ সরকার, তাজকিরা বেগম, মোঃ শাহে আলম, মোঃ মামুন আর রশিদ, মোঃ ইউসুফ আলী, রওশন আরা বেগম, মোঃ সাহিদুল ইসলাম, অধ্যাপক মধুসুদন বাগচী, মোঃ ফজলুর রহমান, এস এম শহীদুল ইসলাম তালুকদার, মোঃ শফিকুল আলম।

এছাড়াও অধ্যাপক বিপ্লব কুমার সেন, অধ্যাপক এ কে এম সায়েদ হোসেন ফারুক, মোঃ আব্দুস সামাদ শিকদার, মোঃ আব্দুল হামিদ, মনোজ ব্যাপারী, প্রিয়শঙ্কর বন্দোপাধ্যায়, শামীম আরা ইয়াসমিন, অধ্যক্ষ মোঃ খালেকুজ্জামান জুয়েল, মোঃ কামরুজ্জামান, মোঃ শহীদুল ইসলাম তালুকদার, মোঃ নওশের আলম, মোঃ নবী নেওয়াজ, এ কে এম আব্দুল মতিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ রফিকুল ইসলাম, আহম্মদ আলী, মোঃ আতিকুর রহমান মিয়া, হালিমা খাতুন, মোঃ হাসিনুর রহমান, মোঃ আনসার আলী, মোঃ শাহজাহান মিয়া, ইস্কান্দার মির্জা, রঞ্জিত কুমার পাল, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহামন প্রমুখ।

user

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।