রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে পরীক্ষা শুরু হয়। ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে তিনদিনব্যাপী পরীক্ষা শুরু হলো। আগামী ৫ ও ৬ অক্টোবর যথাক্রমে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত শিফট-১, দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত শিফট-২ এবং বিকাল ৩টা থেকে ৪ টা পর্যন্ত শিফট-৩ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি শিফটে সর্বমোট ৪৪ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা আছে। এর ১৬১৬ জন ছাড়া সবাই বিজ্ঞানের শিক্ষার্থী।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।