রাবির ভর্তি পরীক্ষা ঘিরে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা জোরদার

Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঘিরে তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া গোয়েন্দাবাহিনীর সদস্যরা রোববার (৩ অক্টোবর) রাত থেকেই তাদের কার্যক্রম চালু রেখেছেন।

সোমবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে এসব তথ্য দেন রাজশাহীর পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ।

তিনি জানান, ভর্তি পরীক্ষা ঘিরে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া ৪০টি সিসি ক্যামেরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে। গোয়েন্দা বিভাগের সদস্যরা রোববার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে তাদের নজরদারি রেখেছেন।

পুলিশ কমিশনার আরও জানান, ট্রাফিক বিভাগও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য দায়িত্ব পালন করছে। জ্যাম ছাড়াই শিক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে সময়মত পৌঁছেছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।