মেক্সিকোর হিদালগো রাজ্যে ভারী বৃষ্টি ও বন্যায় ১৭ রোগীর মৃত্যু

মেক্সিকোর কেন্দ্রীয় হিদালগো রাজ্যের একটি হাসপাতালে বুধবার (৮ সেপ্টেম্বর) ভারী বৃষ্টি ও বন্যায় করোনা রোগীসহ কমপক্ষে ১৭ রোগীর মৃত্যু হয়েছে। খবর-বিবিসি।

মেক্সিকোর কর্মকর্তারা বলছেন, প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে নদীর পানি হিদালগো প্রদেশের তুলা শহরের একটি হাসপাতালে ঢুকে পড়ে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারীরা প্রায় ৪০ জন রোগীকে সরিয়ে নিয়েছে। এদিকে, রাজ্যের গভর্নরকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে গেছে।

ওমর ফায়াদ পরে টুইট করেন যে তিনি নিরাপদ এবং সুস্থ আছেন। তিনি আরও বলেন, রাজ্য কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি কার্যক্রম পরিচালনা করবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।