মাধ্যমিকে ২ হাজার ১৫৫ জন শিক্ষক নিয়োগ ডিসেম্বরে

৩২ হাজার নতুন শিক্ষকের যোগদান

ডেস্ক,২৩ সেপ্টেম্বরঃ
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই হাজার ১৫৫ জন সহকারী শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন শেষ হয়েছে। সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়া মাত্রই শিক্ষকদের যোগদান প্রক্রিয়া শুরু হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে এক/দুই মাস সময় লাগবে।

বুধবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিকের সহকারী শিক্ষকদের নিয়োগ নিয়ে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ ইমামুল হক।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দুই হাজার ১৫৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে নিয়োগের সব প্রক্রিয়া শেষ হয়েছে। এখন প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। স্বাস্থ্য পরীক্ষা শেষ হলেই সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে শিক্ষকদের যোগদান শুরু করানো হবে। নভেম্বর মাসের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করা হবে। এরপর ডিসেম্বর মাসে প্রার্থীদের যোগদান শুরু হবে।

Govt/Primary exclusive job course

তথ্যমতে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দিতে ২০১৮ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এক বছর পর ২০১৯ সালে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই বছরেরই ডিসেম্বর মাসে ২ হাজার ১৫৫ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। এরপর প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন শুরু হয়। করোনার কারণে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রমে ধীরগতি আসলেও সেটি শেষ হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষ হলেই যোগদান করবেন শিক্ষকরা।

এ প্রসঙ্গে অতিরিক্ত সচিব সৈয়দ ইমামুল হক জানান, মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন শেষ হয়েছে। এখন স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হতে সর্বোচ্চ দুই মাস সময় লাগবে। এরপর প্রার্থীরা যোগদান করতে পারবেন।

আরো খবরঃ আগামী সপ্তাহ থেকে প্রাথমিকের নতুন রুটিন



Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।