বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এপ্রিল মাসের বেতন ছাড়

Image

নিজস্ব প্রতিবেদক: ২৫ এপ্রিল ২০২২
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (এমপিওভুক্ত) এপ্রিল মাসের বেতন ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। তবে এই বেতন শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে তুলতে পারবেন না।

আরো খবর: প্রাথমিকের ছুটি নিয়ে ডিপিই’র নির্দেশনা

সোমবার মাউশি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে মাউশি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতা’র সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আগামী ৫ মে থেকে ১০ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে এপ্রিল ২০২২ মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন শিক্ষকরা।

এর আগে গতকাল শিক্ষক-কর্মচারীদের ঈদের উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনুদান বন্টনকারী ব্যাংক থেকে উৎসব ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।