প্রাথমিকের ছুটি নিয়ে ডিপিই’র নির্দেশনা

Image

ডেস্ক,২৪ এপ্রিল ২০২২ঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি দিতে ঈদুল আজহার ছুটির সঙ্গে আগের নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি সমন্বয় করা হয়েছে। ফলে আগামী ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।

আরো খবরঃ মেডিকেলে ভর্তির তারিখ চূড়ান্ত

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটির তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি দেয়ার সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মের পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয় করে নির্ধারণ করা হলো।

আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি ও ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।


Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।