প্রাথমিকে শিক্ষক নিয়োগ : ২২ জেলায় ৪ লাখ ৩৯ হাজার প্রার্থীর পরীক্ষা ২ ফেব্রুয়ারি

Image

দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী, ময়নমনসিংহ বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

তিন বিভাগের ২২টি জেলাশহরে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন প্রার্থী ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে পরীক্ষায় অংশ নেবেন।

মঙ্গলবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানানো হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে এ সভার আয়োজ করা হয়েছিলো।

এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। সভা সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক, মোছা: নুরজাহান খাতুন, মাসুদ আকতার খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় আরো জানানো হয়, ২০২৩ খ্রিষ্টাব্দের ২০ মার্চ দ্বিতীয় পর্বে খুলনা, রাজশাহী, ময়নমনসিংহ বিভাগের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রথম পর্বের বরিশাল, সিলেট, রংপুর বিভাগের লিখিত পরীক্ষা গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।