পাপনের মুখে বিসিবি ছাড়ার আভাস

Image

ব্যক্তিগত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পদ থেকে সরে যাওয়ার আভাস দিলেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার ( ১৭ জুন) আফগানিস্তানের বিপক্ষে টেস্টে রেকর্ড গড়ে জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই ইঙ্গিত দেন বিসিবি বস।

নাজমুল হাসান পাপন বলেন, আমি ফার্মাসিউটিকালের সঙ্গে জড়িত। এর বাইরে রাজনীতি আছে, যেটা আমার পারিবারিক ঐতিহ্য। আমার বাবা করতেন, আপনারা সবাই জানেন। আমিও করছি ও করবো। এর বাইরেও আরও ২০ টা অন্তত জায়গা আছে আমাকে – যেখানে আমার সময় দিতে হয়। কিন্তু, ক্রিকেট আমার সবটুকু সময় নিয়ে নিচ্ছে। আজকেও আমার খুবই জরুরি একটা মিটিং ছিল। কত জরুরি, সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু, আমি বলেছি খেলার মধ্যে আমি কোনো ভাবেই মিটিংয়ে থাকতে পারব না। খেলা বাদ দিয়ে আমার পক্ষে মিটিংয়ে থাকা সম্ভব না।

তিনি বলেন, ক্রিকেটটা আমার এখন অনেক সময় নিয়ে নিচ্ছে। আর এজন্যই আমি মনে করি এখন আমার সরে যাওয়ার সময় হয়েছে এখান থেকে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমার যাওয়া দরকার এখন। অন্য যেসব জায়গায় সময় দিতে পারছি না, সেটাও আমার দায়িত্ব। আর ক্রিকেটকে তো সময় দিলামই।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।