পাকিস্তানকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

Image

ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে পরাশক্তি দলগুলো দারুণ প্রতিযোগিতায় নেমেছে। যেখানে একেকবার র‌্যাংকিংয়ের চূড়ায় উঠছে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ইতিহাস গড়ে আইসিসির ওয়ানডে নম্বর ওয়ান পজিশনে এসেছিল পাকিস্তান। এবার তাদের হটিয়ে সেই স্থান দখল করেছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত।

মোহালিতে আজ (শুক্রবার) অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশটি ঐতিহাসিক কীর্তি গড়েছে। সব ফরম্যাটেই ভারত এখন সবার শীর্ষে।

আরো পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে নিষিদ্ধ হলেন নাসির হোসেন

আজকের জয়ে ফরম্যাটটিতে ভারতের রেটিং পয়েন্ট হয়েছে ১১৬। মাত্র এক পয়েন্ট (১১৫) কম নিয়ে অবনতি ঘটেছে বাবর আজমের দলের। তাদের পরই তিন নম্বরে অবস্থান অস্ট্রেলিয়ার। তবে প্যাট কামিন্সের দল শীর্ষ দুই দেশের চেয়ে বেশ পিছিয়ে আছে। পরাজয়ের কারণে দুই পয়েন্ট হারিয়ে তাদের রেটিং এখন ১১১।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।