তিন এমপিও নীতিমালায় সামঞ্জস্য আনতে ফের সভা ৯ এপ্রিল

Image

ডেস্ক,৫ এপ্রিল ২০২৩: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রণীত তিনটি এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে সামঞ্জস্য আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রণয়ন করা স্কুল-কলেজের এমপিও নীতিমালা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রণীত মাদরাসার এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় বিভিন্ন অসামঞ্জস্যতা আছে।

এ নীতিমালাগুলোর মধ্যে সামঞ্জস্য আনার বিষয়ে আলোচনা করতে ফের সভার আয়োজন করা হয়েছে। আগামী ৯ এপ্রিল (রোবার) এ সভা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অনুষ্ঠিত হবে। সভায় মন্ত্রণালয়, শিক্ষার তিন অধিদপ্তর, এনটিআরসিএ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের অংশ নিতে বলা হয়েছে।

মঙ্গলবার এসব তথ্য জানিয়ে নোটিশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নোটিশে মন্ত্রণালয় বলছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রণয়ন করা বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রণীত মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালাগুলোর মধ্যে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে ৯ এপ্রিল (রোববার) দুপুরে অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) আ ন ম আল ফিরোজের সভাপতিত্বে এক সভা অতিরিক্ত সচিবের কক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় অংশ নেয়ার জন্য, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বা তার প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, এনটিআরসিএর চেয়ারম্যান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ ও বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্ম সচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব এবং শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার উপপরিচালককে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

গত বছরের অক্টোবরে তিন এমপিও নীতিমালায় সামঞ্জস্যতা আনার কার্যক্রম শুরু হয়েছে। এর আগে কয়েকদফায় এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছিলো।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।