প্রাথমিক শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নে তথ্য হালানাগাদ যেভাবে

Image

ডেস্ক,৫ এপ্রিল ২০২৩: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নে তথ্য হালনাগাদের কাজ শুরু হয়েছে। সোমবার থেকে তথ্য হালনাগাদের কাজ শুরু হয়।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে ২০২৩ খ্রিষ্টাব্দের সব শ্রেণির শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের।

জানা গেছে, শিক্ষার্থীদের উপবৃত্তিরত তথ্য প্রোফাইল প্রণয়ন প্রকল্পের সফটওয়্যারে মাইগ্রেট করা হয়েছে। এসব তথ্য হালনাগাদ করতে শিক্ষকদের বলেছে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প।

গতকাল সোমবার প্রকল্প থেকে তথ্য হালনাগাদ করতে বলে চিঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়।

প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের অনলাইনে তথ্য সংগ্রহ ও সফটওয়্যার অপারেশন বিষয়ক প্রশিক্ষণ যেসব উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্পন্ন হয়েছে, ওইসব উপজেলার সব বিদ্যালয় এবং চলমান বিভাগগুলোর প্রশিক্ষণ কার্যক্রম শেষ হলে মাইগ্রেটকৃত উপবৃত্তির ডাটা প্রকল্পের সফটওয়্যারে হালনাগাদ করতে হবে। এ কার্যক্রম সম্পন্ন হলে সব শিক্ষার্থীকে ইউনিক আইডি প্রদান করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো চিঠিতে ডাটা হালনাগাদের প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে, সহকারী ও প্রধান শিক্ষকের আইপিএমআইএসের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত লিংকে (crvs.dpe.gov.bd) লগইন করতে হবে। বাম পাশে ড্যাসবোর্ডের শিক্ষার্থী ম্যানেজমেন্ট এ গিয়ে আনফেরিফাইড এ ক্লিক করতে হবে। নির্দিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য প্রদর্শন করবে এবং ডানপাশে এন্ট্রিতে ক্লিক করে পর্যায়ক্রমে ২০২৩ খ্রিষ্টাব্দের শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করতে হবে। ৪ থেকে ৩০ এপ্রিলের মধ্যে ২০২৩ খ্রিষ্টাব্দের সব শ্রেণির শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করার জন্য বলা হয়েছে শিক্ষকদের।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।