গুচ্ছে মাইগ্রেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

Image

নিজস্ব প্রতিবেদক,২২ ডিসেম্বর ২০২২: গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সপ্তম মেধাতালিকা থেকে মাইগ্রেশন সিস্টেম বন্ধ থাকবে না চালু রাখা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে গুচ্ছের মূল কমিটি। বেলা ১১টায় ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: পঞ্চম ধাপের ভর্তি শেষে খুবির কোন বিভাগে কতটি আসন ফাঁকা জেনে নিন

বিষয়টি শিক্ষাবার্তাকে নিশ্চিত করেছেন গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার দ্যা ডেইলি। তিনি বলেন, মাইগ্রেশন চালু রাখা না রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ আমাদের মূল কমিটির সভা রয়েছে। সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বেলা ১১টায় এই সভা শুরু হবে বলেও জানান তিনি।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।