এক বছরে আত্মহত্যা করেছে ৫৩২ শিক্ষার্থী

Image

ডেস্ক,২৭ জানুযারী ২০২৩: গত ২০২২ সালে এক বছরে ৫৩২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এরমধ্যে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী রয়েছেন ৪৪৬ জন ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা ৮৬ জন।

শুক্রবার (২৭ জানুয়ারি) ‘স্কুল ও কলেজ শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা; সমাধান কোন পথে? শীর্ষক সমীক্ষা প্রকাশকালে এ তথ্য দিয়েছে আঁচল ফাউন্ডেশন।

আরো পড়ুন: সর্বজনীন পেনশন নিয়ে যা ভাবছেন অর্থনীতিবিদরা

তারা বলছে, আত্মহত্যা মূলত সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। কিন্তু এই বিষয়টি যেনো এখন আমাদের প্রতিদিনের একটি সাধারণ নিউজে পরিণত হয়েছে। এই বিষয়ে সচেতনতা একটি জীবনকে বাঁচিয়ে দিতে পারে।

২০২২ সালের তথ্য ভিত্তিক এই পরিসংখ্যান নিয়ে প্রেস কনফারেন্সটি শুরু হয় আজ শুক্রবার সকাল ১১টায়। সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে যুক্ত ছিলেন— শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের প্রফেসর তাহমিনা ইসলাম, চট্টগ্রামের মনোসামাজিক সহায়তা কেন্দ্র সেরেনিটির ব্যবস্থাপনা অংশীদার এবং পরামর্শক মনোবিজ্ঞানী ও সহকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট শাহরিনা ফেরদৌস।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।