অর্থ আত্মসাৎ মামলায় প্রধান শিক্ষক কারাগারে

প্রধান শিক্ষক কারাগারে

জয়পুরহাটে স্কুলের গাছ বিক্রির টাকা আত্মসাৎ মামলায় কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৫ মার্চ) দুপুরে আদালতে জামিন আবেদন করলে জয়পুরহাট আমলি-১ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

আরো পড়ুন: যে কারণে শনিবার স্কুল খোলা রাখা হতে পারে

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ জুন জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় চত্তরের আটটি বড় গাছ নিলামের মাধ্যমে তিন লাখ ৫৫ হাজার টাকায় ম্যানেজিং কমিটির মাধ্যমে বিক্রি করা হয়। পরে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এর মধ্যে এক লাখ ৬০ হাজার টাকা পূবালী ব্যাংকে জয়পুরহাট শাখায় জমা দেন। বাকি এক লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় বাদী হয়ে বিদ্যালয়ের দাতা সদস্য মোস্তাকিম হোসেন আদালতে মামলা করেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।