২৪ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা কলেজ

Image

রাজধানীর ঢাকা কলেজে শুরু হয়েছে ২৪ দিনের ছুটি। পবিত্র রমজান,স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, শব-ই-ক্বদর,ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে এই ছুটি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান, দোলযাত্রা (২৫ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), পুণ্য শুক্রবার (২৯ মার্চ), ইস্টার সানডে (৩১ মার্চ), জুমাতুল বিদা (৫ এপ্রিল), শব-ই-কদর (৭ এপ্রিল), ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে কলেজের সব ক্লাস ২৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, ১৯ এপ্রিল থেকে যথারীতি ক্লাস চলবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।