শনিবার থেকে মেহেরপুরে শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা

মেহেরপুর, ৪ ডিসেম্বর: করোনা ভাইরাস শনাক্তে মেহেরপুর জেনারেল হাসপাতালে শনিবার (৫ ডিসেম্বর) থেকে অ্যান্টিজেন পরীক্ষা শুরু করা হবে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অ্যাসিসটেন্ট ওমর ফারুক জানান, অ্যান্টিজেন পরীক্ষার জন্য একদিনের প্রশিক্ষণ নিয়েছি। শনিবার (৫ ডিসেম্বর) থেকে অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। নমুনা সংগ্রহের ১৫-৩০ মিনিটের মধ্যে ফলাফল দেয়া হবে। যাদের রিপোর্ট নেগেটিভ হবে তাদের নমুনা পাঠানো হবে আরটিপিসিআর ল্যাবে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, অ্যান্টিজেন পরীক্ষার কার্যক্রম চালাতে ইতোমধ্যে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্টদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। অ্যান্টিজেন টেস্ট চালু হলে পরীক্ষার সংখ্যা বাড়বে।

সন্দেহভাজন করোনা রোগী, যাদের উপসর্গ রয়েছে শুধু তাদেরই অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। এতে দ্রুত করোনা রোগী শনাক্ত করা এবং মহামারিতে নেয়া পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

মানুষের শরীর থেকে রক্ত নিয়ে তা থেকে প্লাজমা আলাদা করে একটি কিটের মাধ্যমে ভাইরাস শনাক্ত করার প্রক্রিয়াকে বলা হয় অ্যান্টিজেন টেস্ট। এ টেস্টের মাধ্যমে দ্রুততম সময়ে শরীরে করোনার ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা সম্ভব। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পরীক্ষা র্যাপিড টেস্ট নামেও পরিচিত।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।