৬ হাজার ৭০৪ প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ

Image

সারাদেশে বর্তমানে ৬ হাজার ৭০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বরিশাল-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শাহে আলমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুীরর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

আরো পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের ১৭ শিক্ষককে একসাথে বদলি

প্রতিমন্ত্রী বলেন, জরাজীর্ণ ভবনের পরিবর্তে অতিরিক্ত শ্রেণিকক্ষ ভবন নির্মাণের জন্য ১ হাজার ১৩টি বিদ্যালয়ের তালিকা চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে পাঠানো হয়েছে। এ ছাড়া ১ হাজার ৩৬টি বিদ্যালয়ে পিইডিপির আওতায় ভবন বা অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্য তালিকা অনুমোদন করে এলজিইডিতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, সরকারের ২০২৫ খ্রিষ্টাব্দের মধ্যে জরাজীর্ণ ও আধাপাকা ভবনগুলোর পরিবর্তে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে যেসব বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনের স্থলে নতুন ভবন বা অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের তালিকা অনুমোদিত হয়েছে সেসব বিদ্যালয়ে নতুন ভবন বা অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কার্যক্রম চলছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।