৪৬তম বিসিএসে বয়স গণনা হবে ১ নভেম্বর থেকে

Image

আগামী ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ হলেও বয়স গণনা করা হবে ১ নভেম্বর থেকে।

পিএসসির একজন কর্মকর্তা শিক্ষাবার্তাকে জানিয়েছেন, পিএসসির নিয়োগ বিধিমালা অনুযায়ী বিসিএসের বিজ্ঞপ্তি মাসের যে সময়ই প্রকাশ করা হোক না কেন ১ তারিখ থেকে ধরে প্রার্থীর বয়স গণনা করা হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, আগামী ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে৷ নিয়ম অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স গণনা করা হবে ১ নভেম্বর থেকে।

আরো পড়ুন: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

পিএসসির একটি সূত্র জানিয়েছে, ৪৬তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে চার হজারের বেশি প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে তিন হাজার ক্যাডার এবং এক হাজারের কিছু বেশি নন-ক্যাডার পদ থাকবে।

ওই সূত্র আরও জানায়, গত ১৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪৬তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে শূন্য পদের সংখ্যা জানিয়ে চিঠি পাঠানো হয়। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত পদগুলো যাচাই-বাছাই করা হবে। এরপর পদসংখ্যা চূড়ান্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।