২৪ সেপ্টেম্বর হল খুলবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

Image

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমার সাথে সাথে স্কুল-কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পর্যাক্রমে মাস্টার্স ও চতুর্থ বর্ষের জন্য ২৪ সেপ্টেম্বর এবং অন্যসব বর্ষের শিক্ষার্থীদের জন্য ৩ অক্টোবর থেকে হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্নাতক পর্যায়ের ৪র্থ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীরে শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। শিক্ষার্থীরা হলে থেকেই পরীক্ষায় অংশ নিতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিন কাউন্সিলের আহবায়ক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৩য় বর্ষ থেকে ১ম বর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে আগামী ১৭ অক্টোবর। যেসব বর্ষের ব্যবহারিক ক্লাস এবং ক্লাস টেস্ট পরীক্ষা এখনো শেষ হয়নি। আগামী ৪ থেকে ১০ অক্টোবরের মধ্যে ক্লাস এবং পরীক্ষা শেষ করতে হবে। এসব সিদ্ধান্ত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডিন কাউন্সিলের মিটিংয়ে নেওয়া হয়। সিদ্ধান্তগুলো একাডেমিক কাউন্সিলে পাস হয়েছে এবং এখন সিন্ডিকেটের মিটিংয়ে প্রয়োজনীয় আলোচনার মাধ্যমে বাস্তবায়ন হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।