২০শে অক্টোবরের পর শুরু হতে পারে ঢাবির ক্লাস

Image

মহামারি করোনাভাইরাসের সংক্রমণে কারণে র্দীঘ বিরতির পর অবশেষে শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি ও সায়েন্স লাইব্রেরি। একইদিন চালু হয়েছে বিশ্ববিদ্যালয়ের সব হল, বিভাগ এবং ইনস্টিটিউটের লাইব্রেরি ও সেমিনার।

ওদিকে আগামী ৫ই অক্টোবর অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলছে আবাসিক হলগুলো। আগামী মাসের শেষ সপ্তাহে ক্লাস শুরু হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র।

এদিকে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কর্তৃপক্ষ এখনো সুস্পষ্ট কোনো দিনক্ষণ জানায়নি। সব শিক্ষার্থী টিকার আওতায় এলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

যেসব শিক্ষার্থী এখনো টিকার আওতায় আসেনি বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে তাদের টিকা প্রদানের প্রস্তুতি নেয়া হয়েছে, সরকারের অনুমোদন পেলেই শুরু হবে টিকা প্রদান কার্যক্রম। দূর্গাপূজার ছুটি, সাপ্তাহিক ছুটি, ঈদেমিলাদুননবীর ছুটির কারণে ১৯শে অক্টোবরের আগে ক্লাস শুরুর সম্ভাবনা কম। এরপর ক্লাস চালুর ঘোষণা আসতে পারে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।