হেরেও ইতিবাচক সাকিব

Image

স্পোর্টস ডেস্ক, ১৩ অক্টোবর ২২ :
এক ম্যাচেও জয়ের দেখা না পেলেও আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিটা খারাপ হয়নি সাকিবের চোখে। হারকেও ইতিবাচক হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক। সাকিবের দাবি, এই সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ অনেক উন্নতি করেছে।

বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৭৩ রান জমা করে বাংলাদেশ। জবাবে ৩ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে পাকিস্তান। এতে শূন্য হাতেই টাইগারদের যেতে হচ্ছে বিশ্বকাপের মঞ্চে।

ম্যাচ শেষে সাকিব পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন, ‘আজও কঠিন সময় গেছে। তবে আমি মনে করি আজ আমরা সেরা ক্রিকেট খেলেছি। শেষ ওভারে আমরা মাত্র ৩ রান করেছি। ওখানে ১০-১৫ রান হওয়া উচিত ছিল। কিন্তু ক্রিকেটে এমন ঘটনা ঘটে। ইনিংসের মাঝে আমাদের ঘাটতি ছিল। তবে আজ আমরা ভালো করেছি।’

ত্রিদেশীয় সিরিজের প্রথম তিন ম্যাচে মাঝের ওভারে বড় কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। আজ সাকিব ও লিটন দাস মিলে ৮৪ বলে যোগ করেছেন ১৩৭ রান। তাতে বাংলাদেশ শেষ তিন ওভারে মাত্র ২১ রান নিলেও ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান করতে পেরেছে, যা সাকিবের দৃষ্টিতে ইতিবাচকই। তার ভাষ্যে, ‘আমি নেতিবাচক দিকগুলো উল্লেখ করতে চাচ্ছি না। আমার মতে, মাঝের ওভারে আমরা দারুণ খেলেছি। এই জায়গায় আমরা পিছিয়ে ছিলাম।’

ব্যাটিংয়ে সাকিব ৪২ বলে ৬৮ রান করেছেন ৭ চার ও ৩ ছক্কায়। তবে বোলিং ভালো হয়নি তার। ৩ ওভারে ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। নিজের খেলা নিয়ে সাকিব বলেছেন, ‘দলের জন্য রান করা আমার কর্তব্য। তবে বোলিংটা আপ টু মার্ক হয়নি। এখানে আমার উন্নতির জায়গা আছে।’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।