সিদ্দিকুরকে সরকারি চাকরি দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনে নেমে পুলিশের টিয়ার শেলে দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সিদ্দিকুর বর্তমানে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন। মন্ত্রী বলেছেন, সিদ্দিকুর দেশে ফিরলেই আমি তাকে চাকরি দেব। সরকারি ওষুধ কোম্পানি ‘এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড’ বা ইডিসিএলে তাকে চাকরি দেয়া হবে বলে জানিয়েছেন মোহাম্মদ নাসিম। তবে চোখ ভালো হবে কি না সেটা নিশ্চিত না। ভারতের চিকিৎসকরা চেষ্টা করছেন।
সিদ্দিকুরের চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, শেষ চেষ্টা করা হবে যাতে অন্তত একটা চোখে সে দেখতে পারে।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘চিকুনগুনিয়া ২০১৭ : ঢাকা এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।