খাবারের অভাবে পড়াশুনা বন্ধ হওয়া দর্শনার মেধাবি ছাত্রীর দায়িত্ব নিলেন সহকারী শিক্ষক পিয়ারী

দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেরার দর্শনার আজমপুরে অবস্থিত আজমপুর সপ্রাবি ৫ম শ্রেনির ছাত্রী মাছুরা খাতুনের খাবারের অভাবে পড়াশুনা বন্ধ হবার উপক্রম হলে খাবারের দায়িত্ব নিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরদার পিয়ারী খানম।
মাছুরা খাতুনের পিতা আব্দুল জব্বার দরিদ্র কাচামাল ব্যবসায়ী। মা নাজমা বেগম স্বামী এবং সন্তানকে ফেলে বিদেশে পাড়ী জমিয়েছেন। ২ ভাই বোনের মধ্যে মাছুরা ছোট। একমাত্র ভাই বাসায় থাকেন। সংসারের প্রয়োজন মেটাতে তিনি খুজছেন কাজ।
খাবারের অভাবে পড়াশুনা বন্ধ হবার উপক্রম হলে প্রধান শিক্ষক স্বরুপ দাস তার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ঠিক সেই মুহুর্তে সহকারী শিক্ষক পিয়ারী তার নিজের খাবারের সাথে মেধাবী ছাত্রী মাছুরার খাবারের দায়িত্ব নেন। তিনি বিদ্যালয়ে যে খাবার খাবেন সে খাবার তার ছাত্রী মাছুরাকেও দেবেন তিনি।
আজমপুর সপ্রাবি ১৭৯ জন ছাত্রছাত্রীর মধ্যে এমন ছাত্রছাত্রীর সংখ্যা শতকরা ৮০ ভাগ।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার পিয়ারী খানমকে ধন্যবাদ দেবার পাশাপাশি স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেছেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।