প্রাথমিক বিদ্যালয় খুলছে রোববার

Image

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার (৫ মে) থেকে খুলে দেয়া হচ্ছে। আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ থাকার কথা রয়েছে এসব বিদ্যালয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু হচ্ছে।

তাপপ্রবাহ চলাকালে যেসব শর্তে বিদ্যালয়গুলো খোলা রাখার কথা, সে শর্ত বহাল থাকছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন: অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়ছে

এর আগে প্রাথমিক বিদ্যালয় খোলার নির্দেশনায় বলা হয়েছিলে, চলমান দাবদাহের কারণে কোমলমতিদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারসমূহের শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, এক শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।