সিত্রাংয়ের কারণে ট্রেনের শিডিউলে বিপর্যয়

Image

নিজস্ব প্রতিবেদক, ২৫ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে রাজশাহী-ঢাকা চলাচলকারী বেশ কয়েকটি ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। এ কারণে যাত্রীদের টাকাও ফেরত দিয়েছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ৭টায় রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিলো চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বিরতিহীন বনলতা এক্সপ্রেসের। তবে ট্রেনের এ যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ। একইসাথে ট্রেনের যাত্রীদের টাকাও ফেরত দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানিয়েছেন, সিত্রাংয়ের প্রভাবে ঝড়ে ঢাকায় মালিবাগের কাছে গাছ পড়ে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ে ট্রেনটি রাজশাহীতে ফিরতে পারেনি। এতে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের শিডিউলের বিপর্যয় হয়।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা মুখী বনলতা এক্সপ্রেসের যাত্রা বাতিল করে মঙ্গলবার সকালের যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেয়া হয়েছে। বনলতা এক্সপ্রেস ঢাকায় পৌঁছাতে না পারায় আজ দুপুরের দিকে রাজশাহীগামী বনলতার যাত্রাও বাতিল হয়েছে। সকাল ৭টা ৪০ মিনিটের সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে গেছে বেলা সাড়ে ১১টার দিকে। এর আগে ভোর ৫টার দিকে সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী পৌঁছানোর কথা থাকলেও পৌঁছে সকাল ৯টায়।

রেলওয়ের মহাব্যবস্থাপক আরও বলেন, নির্ধারিত সময় বিকেল ৪টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে পদ্মা এক্সপ্রেস ছেড়ে যাবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।