সরকারি কর্মচারীদের অনুমতি ছাড়া চাকরির আবেদন নয়

GOVT-LOGO-শিক্ষা

নিজস্ব প্রতিবেদক,৩ নভেম্বর ২০২১ঃ
সরকারি কর্মচারীদের অনুমতি ছাড়া চাকরির আবেদন করা যাবে না বলে অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আবেদন করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তাতে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে বলা হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগের নব নিয়োগপ্রাপ্ত ১৩-২০তম গ্রেডভুক্ত কর্মচারীরা অনেকেই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিভিন্ন প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদন করে থাকেন। অনেকের চাকরি হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।

আরো পড়ুনঃ ১৬তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়ে হালনাগাদকৃত মেধাতালিকা প্রকাশ

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর ১৭ নম্বর অনুচ্ছেদের কথা স্মরণ করে দিয়ে বলা হয়, কোন সরকারি কর্মচারী সরকারের তথা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে সরকারি কার্য ব্যতীত অন্য কোন চাকরি বা কার্য গ্রহণ করতে পারবেন না।

এমতাবস্থায়, মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত কর্মচারীদেরকে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদন করার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করার জন্য এবং যারা ইতোপূর্বে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লিখিত/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে এ আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে বলা হয়, তা অবিলম্বে কার্যকর হবে।

আরো পড়ুনঃ

আপনি কি পুত্র/কন্যা সন্তান চান তাহলে জেনে নিন কি করবেন?

যৌন বিষয়ে কিছু সমস্যা ও সমাধান

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।