শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় দলে একাধিক চমক

Image

নতুন বছরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে পৃথক দুই দল ঘোষণা করেছে ভারতীয় জ্যেষ্ঠতা বাছাই কমিটি। যেখানে ওয়ানডে সিরিজে রোহিত শর্মা নিয়মিত অধিনায়ক থাকলেও, টি-টোয়েন্টিতে দলের নেতৃত্বে থাকবেন হার্দিক পান্ডে।

এছাড়া, ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলে নেই ভিরাট কোহলি, লোকেশ রাহুলদের মতো ক্রিকেট তারকারা। এদিকে, প্রথমবারের মতো ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আইপিএল কাপনো দুই পেসার শিবাম মাভি ও মুকেশ কুমার। পাশাপাশি টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন সূর্যকুমার যাদব। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও ইএসপিএনের।

আরো পড়ুন: পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য রয়েছেন পরিচিত সবাই। তবে ওয়ানডে স্কোয়াডে ঠাঁই হয়নি ওপেনার শিখর ধাওয়ানের।

ভারত
টি-টোয়েন্টি স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, আক্সার প্যাটেল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও আর্শদ্বীপ সিং।

ভারতের ওয়ানডে স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, আক্সার প্যাটেল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও আর্শদ্বীপ সিং।

শ্রীলঙ্কার ভারত সফরের সূচি:
প্রথম টি-টোয়েন্টি- ৩ জানুয়ারি, মুম্বাই।
দ্বিতীয় টি-টোয়েন্টি- ৫ জানুয়ারি, পুনে।
তৃতীয় টি-টোয়েন্টি- ৭ জানুয়ারি, রাজকোট।

প্রথম ওয়ানডে- ১০ জানুয়ারি, গোহাটি।
দ্বিতীয় ওয়ানডে- ১২ জানুয়ারি, কলকাতা।
তৃতীয় ওয়ানডে- ১৫ জানুয়ারি, ত্রিভান্দ্রাম।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।