শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে সারাদেশে আন্দোলনের হুমকি

Du_shikkha

নিউজ ডেস্ক।।

করোনার কারণে দেড় বছর ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বারবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হলেও খোলা সম্ভব হয়নি। আর তাই সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, আমরা তারিখ দিচ্ছি না, তাদের তারিখটা দেখবো। তাদের তারিখ দেখে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। তবে এটা সেপ্টেম্বর থেকে শুরু হবে।

তিনি বলেন, দেশের সব ছাত্র সংগঠন, সব অভিভাবক বলছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে। এটি একমাত্র দেশ যেখানে ১৬ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই সরকারকে বলবো, এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। তা না হলে সেপ্টেম্বরে সারাদেশে লাখো ছাত্র রাস্তায় নামবে। এ লড়াই হবে ছাত্রদের মুক্তি দেওয়ার লড়াই।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।