শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Image

নিজস্ব প্রতিবেদক, ১৫ আগস্ট ২০২২:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে সপ্তাহে দুদিন ছুটি থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। সপ্তাহে ৫ দিন ক্লাস হবে। তবে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরো খবর:

সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আজ দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ‘বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে যদি আমরা এখন থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসগুলো ৫ দিন করি, তাহলে একদিন সাশ্রয়ের সুযোগ পাব। তবে, এখনো এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, এটা করলে শহরে একদিন শিক্ষার্থীদের স্কুলে আনা-নেয়ার জন্য যে পরিমাণ যানবাহন চলে সেটারও সাশ্রয় হবে।

দীপু মনি আরও জানান, ৫ দিনের মধ্যে ক্লাসগুলো পুর্নর্বিন্যাস করতে চাই। যেন শিক্ষার্থীদের কোনো ধরণের কোনো সমস্যা না হয়।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।