শিক্ষক পদে সুপারিশ পেলেন ৩২ হাজার ৪৩৮ জন

Image

নিজস্ব প্রতিবেদক,১২ মার্চ ২০২৩: শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি ফল প্রকাশ করা হয়েছে। ৩২ হাজারের বেশি প্রার্থী শিক্ষক পদে প্রাথমিক সুপারিশ পেয়েছেন। রোববার রাতে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ বা প্রার্থীদের প্রাথমিক সুপারিশ করা হয়েছে।

আরো দেখুন: ৩২ হাজারের নতুন শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ অনলাইনে

রাত সোয়া দশটায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক কর্মকর্তা দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রার্থীদের এসএমএস পাঠানো হচ্ছে। ৩২ হাজার ৪৩৯ জন প্রার্থী প্রাথমিক সুপারিশ পেয়েছেন।

রাত এগারোটায় প্রকাশিত এক নোটিশে এনটিআরসিএ জানিয়েছে, নির্বাচিত প্রার্থীরা এসএমএস পাচ্ছেন। এছাড়া এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রার্থীরা ফল দেখতে পারবেন। কারিগরি কারণে কেউ এসএমএস না পেলে এনটিআরসিএর ওয়েবসাইটে প্রাথমিক নির্বাচনের ফল দেখা যাবে।

33333

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।