রাবিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নিয়ে শঙ্কায় শিক্ষার্থীরা

Image

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম চালু নিয়ে শঙ্কায় রয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

আরো খবর: জাবিতে মধ্যরাতে উপাচার্য ভবনের সামনে ছাত্রীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র বলছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সুপারিশ নীতিমালা হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

এদিকে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা বলছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরন ভিন্ন রকম হয়। তাই তাদের প্রস্তুতিটাও ভিন্নভাবে নিতে হয়। যদি সেকেন্ড টাইম পরীক্ষা থাকে তাহলে তারা আগে থেকেই সঠিকভাবে প্রস্তুনি নিতে পারবেন। তা না হলে পরীক্ষায় অংশগ্রহণ করেও ভালো কিছু করতে পারবে না।

এ বিষয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী সাদিয়া বিনতে রাহী বলেন, আমরা করোনার কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারিনি। আমাদের বড় ভাইয়ারাও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পেরেছে তাহলে আমরা কেন পারবো না। আমি প্রশাসনের কাছে বলতে চাই তারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে অতিদ্রুত তা অনলাইনে প্রকাশ করবেন।

অন্য শিক্ষার্থীরা জানান, তারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসতে পারবে কিনা, তা না জেনে প্রস্তুতি নিতে পারছেন না। টেনশন নিয়ে পড়াশোনাও মন বসে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ইউজিসি প্রতি বছর একটা সুপারিশমালা দেয়। এবছেরর সুপারিশমালা আমরা এখনো হাতে পাইনি। সুপারিশমালায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার বিষয়ে কিছু বলা হয়ে থাকলে আমরা সেটি নিয়ে আমাদের ভর্তি কমিটির সভায় আলোচনা করব।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।