রাবিতে তৃতীয় ধাপে ভর্তির সময়সীমা বৃদ্ধি

Image

ডেস্ক,২৯ নভেম্বর ২০২২:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে বিভিন্ন ইউনিটে আসন ফাঁকা থাকায় ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুস সালাম।

তিনি বলেন, বিভিন্ন ইউনিটে বেশকিছু আসন ফাঁকা থাকায় ভর্তির সময়সীমা বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয়েছে। আমরা আশা করছি, এ সময়ের মধ্যে ফাঁকা থাকা আসনগুলো পূর্ণ হবে।

জানা যায়, এ বছর তিনটি ইউনিটে ৪ হাজার ৬৪৬ সিটের বিপরীতে ভর্তি পরীক্ষা দেন দেড় লক্ষাধিক শিক্ষার্থী। ভর্তি কার্যক্রম শুরু হয় ১ সেপ্টেম্বর। আসন ফাঁকা থাকায় দ্বিতীয় ধাপে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় ভর্তি কার্যক্রম ২৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। 

এর আগে প্রথম দফায় ৮ নভেম্বর পর্যন্ত ভর্তির সময় বাড়ানো হয়। পরবর্তীতে দ্বিতীয় দফায় ২৪ নভেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। তৃতীয় দফায় ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তির সময়সীমা বাড়ানো হলো।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।