যবিপ্রবির চতুর্থ সমাবর্তন ১৮ ফেব্রুয়ারি

Image

যবিপ্রবি হতে ,১৮ ডিসেম্বর ২০২২: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তন আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তন উপলক্ষ্যে আগামী মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষাবার্তার সাথে আলাপকালে এ তথ্য জানান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

সমাবর্তন নিয়ে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরাসরি ব্যাংকে রেজিস্ট্রেশন ফিস পরিশোধের জন্য প্রথমে https://convocation.just.edu.bd লিংকে লগইন করে Personal information, Degree information, Address ও Guest এর তথ্য প্রদান করার পর Profile অপশন থেকে Generate Report বাটনে ক্লিক করে রিপোর্টটি ডাউনলোডপূর্বক প্রিন্ট করতে হবে।

অগ্রণী ব্যাংক যবিপ্রবি শাখার ব্যাংক হিসাবে (সমাবর্তন তহবিল, হিসাব নং-০২০০০০৬১৩৩৮৮২) একটি জমা স্লিপের মাধ্যমে ধার্যকৃত রেজিস্ট্রেশন ফিস ও প্রসেসিং ফিস জমা দিতে হবে। এরপর প্রিন্টকৃত রিপোর্ট ও ব্যাংকের পরিশোধিত জমা স্লিপ দিয়ে সমাবর্তন হেল্প ডেস্কে দায়িত্বরত কর্মকর্তার নিকট থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন: নোবিপ্রবির কোটায় ভর্তির সূচি প্রকাশ

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।