মোদী সরকার ১ লাখ টয়লেট বানিয়ে দেবে মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানের জন্য

নয়াদিল্লী:: এবার মাদ্রাসায় স্বচ্ছ ভারত অভি‌যান চালাবে কেন্দ্র। দেশের ১ লাখ মাদ্রাসায় টয়লেট বানিয়ে দেওয়ার উদ্যোগ নিল মোদী সরকার।

শনিবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। আগামী অর্থ বছরের মধ্যেই ওইসব টয়লেট বানানোর কাজ শেষ হয়ে ‌যাবে। সম্প্রতি তিনি দেশের মাদ্রাসা ও মক্তবগুলিকে আধুনিক করা হবে বলে জানিয়েছিলেন। ওইসব মাদ্রাসায় বিজ্ঞান ও অন্যান্য বিষয় পড়ানোর পক্ষে সওয়াল করেন নকভি। টয়লেট তৈরি সেই আধুনিকিকরণের অংশ বলে মনে করা হচ্ছে।

গত বছর একটি সমীক্ষায় বলা হয় দেশ একাধিক রোগের প্রকোপের পেছন রয়েছে খোলা জায়গায় মলত্যাগ। এই অভ্যাসের পেছনে আর্থিক অসংগতির কোনও সম্পর্ক নেই। বরং রয়েছে পুরনো অভ্যাস। ওই সমীক্ষায় বলা হয় খোলা জায়গায় মলত্যাগের ফলে দেশে ডাইরিয়ার মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশের ‌যেসব পরিবারের সদস্যরা খোলা ‌যায়গায় মলত্যাগ করেন না তাদের আয়ু অনেকটাই বেশি।

২০১৪ সালে ২ অক্টোবর দেশে স্বচ্ছ ভারত অভি‌যানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর কেন্দ্রীয় সরকার গোটা দেশে ৮০ লাখ টয়লেট বানিয়ে দিয়েছে। এবার তা পৌঁছে ‌যাচ্ছে মাদ্রাসাতেও।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।