মেডিকেল ভর্তি পরীক্ষা ২ ফেব্রুয়ারি!

Image

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি আয়োজন করা হতে পারে। এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ২৬ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হয়েছিল। তবে ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন পরবর্তী সমস্যা বিবেচনায় ২ ফেব্রুয়ারি পরীক্ষা আয়োজনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় চাইলে ২৬ জানুয়ারিও ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

ওই সূত্র আরও জানায়, আজ মঙ্গলবার ভর্তি পরীক্ষার খসড়া অনুমোদনের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক উচ্চপর্যায়ের কর্মকর্তা বলেন, আমরা চেয়েছিলাম জানুয়ারি মাসের শেষ শুক্রবার (২৬ জানুয়ারি) এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজন করতে। তবে ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন থাকায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত কাজ শেষ করা কষ্টসাধ্য হবে। সেজন্য ২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো: জামাল জানান, মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত অংশীজনদের প্রথম সভায় ২৬ জানুয়ারি পরীক্ষা আয়োজনের মতামত এসেছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।