মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল

Image

রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া অভিনেত্রী মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা রিটার্নিং কর্মকর্তা শামিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী আসনের মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে।

আরো পড়ুন: ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল

মাহির মনোনয়নপত্রে তিনজন ভোটারের নমুনা পাওয়া যায়নি। এ ছাড়া একজন ভোটারের ঠিকানা ভুল দেওয়া আছে। ওই ভোটার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাসিন্দা। কিন্তু তাঁর ঠিকানা রাজশাহীর তানোর উল্লেখ করা হয়েছে।

রবিবার মনোনয়নপত্র বাছাইয়ের সময় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আরো তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন- গোলাম রব্বানী, আখতারুজ্জামান ও আয়শা আক্তার ডালিয়া।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।